“প্রশ্নগুলো সহজ আর উত্তরতো জানা….”


প্রশ্নঃ
সম্প্রতি সীতারাম ইয়েচুরির একটা মন্তব্য খবরের কাগজে দেখলাম। বলেছেন, “যখন ছাত্র সংগঠন করতাম দেখতাম দপ্তরের বাইরে অনেক সাইকেল। তারপর যখন কেন্দ্রীয় কমিটির সদস্য হলাম দেখতাম দপ্তরের বাইরে অনেক স্কুটার। আর এখন পলিটব্যুরোর সদস্য, এখন দপ্তরের বাইরে দেখি গাড়ীর মেলা। জানি না এটা উন্নতি না বিচ্যুতি।”
উত্তরঃ
আমি নিজে কোনো মন্তব্য করব না, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ২৫ বছর আগে লেখা একটা কবিতা দিয়ে দিলাম–

    ঘোড়া

"কাল থেকে ঠিক পালটে যাব
দেখে রাখিস তোরা,"
বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া
পথের মধ্যিখানে ।

ভেবেছিলুম, যে দিকে যাই, জ্বালতে জ্বালতে যাব
শহর-গঞ্জ  কারখানা-কল, কিন্তু এখন প্রাণে
অন্যরকম ভুজুং দিচ্ছে অন্যরকম হাওয়া ।

"এই নে, তোকে দিলুম বাড়ি, নতুন খড়ে ছাওয়া,
দিলুম আগরতলার শীতলপাটি ।
কৃষ্ণা গাভীর দুগ্ধ দিলুম, বড্ডরকম মিঠে,
এবং সোঁদরবনের মধু, চোদ্দ-আনা খাঁটি ।"

শুনেই আমি চমকে উঠি, পথের শক্ত ইঁটে
লাথি কষাই, হাওয়ার মধ্যে কোড়া
ঘুরিয়ে বলি, "আয় রে আমার অশ্বমেধের ঘোড়া;
আয়, যে রকম কথা ছিল, তেমনি করে বাঁচি ।"

তেমনি করে কেউ বাঁচে না, নেই-কুসুমের তোড়া
কেউ বাঁধে না, কোথেকে জল কোথায় চলে যাচ্ছে ।
নজর করলে দেখতে পাবি, রক্ত শুষে খাচ্ছে
অশ্বমেধের ঘোড়ার পিঠে রাক্ষুসে এক মাছি ।

13 Responses to “প্রশ্নগুলো সহজ আর উত্তরতো জানা….”

  1. Mala Ganguly বলেছেন:

    vabte valo amra ekhono more jaini. moja pukureo benche achi.

  2. tusin বলেছেন:

    ….
    লেখা পড়তে কষ্ট হচ্ছে……………

  3. sanjoy বলেছেন:

    নজরুল থাকলে বলতেন দে গরুর গা ধুইয়ে.

  4. মোশারফ বলেছেন:

    আরে এটা উন্নতি। তোমরা ঠিক বুঝছো না। তোমাদের বোঝাতে হবে।

  5. সৌম বলেছেন:

    পড়ে মনে হল কবিতাটা কালই লেখা।

  6. Rony Parvej বলেছেন:

    ফন্ট সাইজ অনেক ছোট মনে হচ্ছে। পড়তে কষ্ট হচ্ছে। আরেকটু বড় ফন্টে লিখলে ভাল হতো বোধয় ।

মোশারফ এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল